রংপুরের বদরগঞ্জে কুটির শিল্প মেলায় জুয়া, লটারি ও হাউজি বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরের মধ্যে বন্ধ করা না হলে অবস্থান ও মানববন্ধন কর্মসুচির ঘোষণা দিয়েছেন স্থাণীয় সজেতন নাগরিক ও ছাত্র সমাজ।
বুধবার ( ২৭ আগস্ট) বেলা সাড়ে ৩ টায় বদরগঞ্জ শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,. বদরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোগাম্মদ জাকারিয়া ইমামুর। বক্তব্য রাখেন সন্তোষপুর মুহিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানাবশির আহমেদ, জাশিয়াতুল রশিদ আল আযহার মাদরাসার মুহতামিম মাওলানা শফিকুর রহমান সাইফী, জমিয়াতুল হাকিমিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি হাসানুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বদরগঞ্জর খোলাহাটি হাসিনা নগর এলাকায় কুটির শিল্প মেলার নামে একটি প্রভাবশালী চক্র হাউজি, লটারি, জুয়া এবং অশ্লীল সাংস্কৃতিক অনুষ্ঠান চালাচ্ছে। এতে এলাকায় চুরি ছিনতাইসহ অপরাধমুলক কর্মকান্ড বেড়েছে। অভিভাবকরা আতংকিত। শুরু থেকেই এগুলো বন্ধের দাবি জানালেও ইউএনও অজ্ঞাত কারণে তা গা করছে না। এতে আমরা বদরগঞ্জবাসি ক্ষুব্ধ। অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছি।সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা চাই মেলা ও দেশীয় সাংস্কৃতিক কর্মকান্ড চলুক। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২ টার মধ্যে মেলায় হাউজি, জুয়া ও লটারি বন্ধ করা না হলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি শুরু করবে বদরগঞ্জ বাসি।
সংবাদ সম্মেলনে বলা হয়, এর আগেও এই চক্রটি রংপুরের ঘাঘটপাড় এবং নীলফামারীর সৈয়দপুরে মেলার নামে এভাবে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে রংপুরের প্রান্তিক অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। এ ব্যপারে ডিসি, এসপি এবং ইউএনও দেখেও না দেখার ভান করছে। এ ব্যপারে তাদেরকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।