বিরলের জীবন মহলে জীবনিয়া দরবার শরীফ নিয়ে আবারো পাল্টাপাল্টি কর্মসূচী

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০৭:৫০ পিএম
বিরলের জীবন মহলে জীবনিয়া দরবার শরীফ নিয়ে আবারো পাল্টাপাল্টি কর্মসূচী

বিরলে জীবনিয়া দরবার শরীফ ও জীবন মহলে ধর্ম ও সমাজ বিরোধী অশ্লীল-অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে ২৮ আগস্ট বৃহষ্পতিবার প্রতিবাদ সভায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিরল পৌরশহরে মাইকিং চলছে।

এর আগে করণীয় শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এক সভায় সর্বসম্মতিক্রমে সর্বদলীয় একটি বাতিল প্রতিরোধ কমিটি গঠন করে।

এরপর শুক্রবার (২২ আগস্ট) বিরল উপজেলা, সেতাবগঞ্জ উপজেলা, কাহারোল উপজেলা ও দিনাজপুর সদর উপজেলার খতিব সাহেব’গণ জুম্মার নামাজ পূর্ববর্তী খুৎবায় মসজিদে জীবনিয়া দরবার শরীফের ধর্ম ও সমাজবিরোধী কার্যকলাপ সম্পর্কে সাধারন জনগণকে সর্বোচ্চ সতর্ক করেন এবং সকলে নিজ নিজ সাধ্য অনুযায়ী জনসচেতনতা তৈরি করতে থাকেন।

পরবর্তী কর্মসূচী ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার বিকাল তিনটায় জীবন মহলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

অপরদিকে, জীবন মহল পার্ক এন্ড রিসোর্টের পক্ষ হতে এর স্বত্তাধিকারী ড. আনোয়ার চৌধুরী জীবন এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে এর আগে ২৬ আগস্ট ২০২৫ সোমবার সংবাদ সম্মেলন করা হয় এবং ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার দুপুর ২ টায় প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করে।