দুপুর ২টায় সিইসি’র সঙ্গে মার্কিন দূত চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫, ১১:০৩ এএম
দুপুর ২টায় সিইসি’র সঙ্গে মার্কিন দূত চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

বুধবার (২৭ আগস্ট) সিইসির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়। এর পর যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে এটিই হবে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনী পরিবেশ ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে