বিরলের জীবন মহল পার্ক ও রিসোর্টে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পাল্টাপাল্টি প্রতিবাদ কর্মসূচীকে ঘিরে উভয়পক্ষে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক কর্মী আহত হওয়ার দাবি করা হলেও হতাহতদের তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
উভয়পক্ষে ইটপাটকেল নিক্ষেপে হতাহতের ঘটনায় উত্তেজনাকর রূপধারণ করায় উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদসহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।
বিকেল ৩.৩০ মিনিট থেকে শুরু হওয়া উত্তেজনা প্রায় এক ঘন্টা যাবৎ চলার পর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীগণ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।