সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন হবে: রেলওয়ে মহাপরিচালক

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৮:১২ পিএম
সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন হবে: রেলওয়ে মহাপরিচালক

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন বলেছেন, সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে দ্রুত মেডিকেল কলেজে রূপান্তর করা হবে।

৩০ আগস্ট রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে ষ্টেশন ও রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ওই কথা বলেন। এসময় তাঁর সাথে ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ, প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) সাদেকুর রহমান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদ, রেলকারখানার কার্যব্যস্থাপক মমতাজুল ইসলাম, রেলের বিভাগীয় মেডিকেল কর্মকর্তা ডা. আনিসুল হকসহ অনেকে। 

মহাপরিচালক আফজাল হোসেন আরও বলেন, এরই মধ্যে আমরা সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে জেনারেল হাসপাতালে পরিণত করে সর্বসাধারণের চিকিৎসা সেবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়াও রেলওয়ে কারখানাটি আধুনিকায়ন করে জনবল নিয়োগের ব্যবস্থাও করা হবে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলের জনবল নিয়োগে আমরা কাজ করছি। দ্রুত সমস্যার সমাধান হবে। স্প্রিং সঙ্কটের কারণে কোচগুলো মেরামত করতে সমস্যা হচ্ছে। তিনি এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সৈয়দপুর রেলওয়ে স্টেশনও আধুনিকায়ন করা হবে। যাত্রীরা যাতে তাদের যাত্রায় সমস্যার সম্মুখীন না হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে