লৌহজংয়ে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রতিযোগিতার উদ্বোধন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০২:৫৫ পিএম
লৌহজংয়ে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রতিযোগিতার উদ্বোধন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫’ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) ১০.৩০ ঘটিকায় লৌহজং উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রতিযোগিতার উদ্বোধন করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন।

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ মোর্তজা আহসান ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রন্সেস হাফেজা জামাল হেলালী।

আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, লৌহজং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস হেলাল, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, ব্রাক্ষনগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন খসরু, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, লৌহজং প্রেসক্লাবের সভাপতি শওকত হোসেন, সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাংবাদিক রাকিব হোসেন শান্ত, সাংবাদিক স্বপন বেপারীসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপজেলার অনেক যাচাই বাছাই শেষে কোয়র্টার ফাইনালের নক আউট পদ্বতির এই প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি গ্রুপে ৩২ টি দল অংশগ্রহণ করবে। আজকের প্রতিযোগিতার উদ্বোধনী দিনে সি গ্রুপ  থেকে ৮ টি ও ডি গ্রুপ থেকে ৮ টি মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ৪ টি গ্রুপকে বাছাই করা হয়।

এই প্রতিযোগিতার আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা তৈরি করবে।  এর মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দভাণ্ডার সমৃদ্ধকরণ এবং সঠিক উচ্চারণে পারদর্শী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, “শিক্ষার্থীরা শুধু আজকের দিনেই নয়, আগামীর বাংলাদেশ গড়ার কাণ্ডারী। তাদের মানসম্মত শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আপনার জেলার সংবাদ পড়তে