বয়ঃসন্ধিকালীন অনেক কিশোরী স্কুলে আসতে চায় না

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৬ পিএম
বয়ঃসন্ধিকালীন অনেক কিশোরী স্কুলে আসতে চায় না

বরিশালের উজিরপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নারের উদ্বোধণ করা হয়েছে। রবিবার সকাল থেকে পর্যায়ক্রমে প্রধান অতিথি হিসেবে হাইজিন কর্নারের উদ্বোধণ করেছেন উজিরপুর উপজেলার চৌকস নির্বাহী অফিসার মো. আলী সুজা।

রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে দিনভর উজিরপুর উপজেলায় যোগিরকান্দা মহিলা কলেজ ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কালবিলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘হাইজিন কর্নার’ উদ্বোধণ করা হয়।

হাইজিন কর্নারে একটি সু-সজ্জিত ওয়াল কেবিনেটের বিভিন্ন শেলফে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সময় ব্যবহারের জন্য স্যানিটারি প্যাড, টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। কেবিনেটের চারপাশে সচেতনামূলক শ্লোগান রয়েছে। স্কুল চলাকালীন যখনই স্যানিটারি প্যাডের প্রয়োজন হবে তখনই হাইজিন কর্নারে গিয়ে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী হাতের নাগালে পাবে শিক্ষার্থীরা।

উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন, বয়ঃসন্ধিকালীন অনেক কিশোরী স্কুলে আসতে চায় না। আবার অনেকেই স্কুল চলাকালীন সময় নানা সমস্যার সম্মুখীন হয়। তারা সহপাঠী কিংবা অন্যের সাথে এটি নিয়ে আলোচনা করতেও বিব্রতবোধ করে। 

তাছাড়া সময় মতো হাতের নাগালে স্যানিটারি প্যাড না থাকায় নিজের সঠিক যত্ন নেয়া হয়না। এতে একদিকে কিশোরীদের যেমন মানসিক চাপ বাড়ে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি হাইজিন কর্নারে রক্ষিত স্যানিটারি প্যাড ব্যবহারে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি লজ্জাবোধের নিরসন হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা আরও বলেন, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যারের দিক নির্দেশনায় প্রাথমিকভাবে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন কর্নারের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়েক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন কর্নারের ব্যবস্থা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে