ডেঙ্গুতে এক সপ্তাহে মৃত্যু ৪৭

এফএনএস : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০৪:২৯ এএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
ডেঙ্গুতে এক সপ্তাহে মৃত্যু ৪৭

ডেঙ্গু ভয়াবহ প্রকোপে প্রতিনিয়ত মানুষ মূল্যবান প্রাণ হারাচ্ছে। কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না এমন ভয়াবহ ডেঙ্গুর আগ্রাসন। আহতের সংখ্যাও ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক করা একটি প্রতিবেদনে প্রকাশ হয়, চলতি সপ্তাহে (২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর) ডেঙ্গুতে ৪৭ জনের মৃত্যু এবং ৫ হাজার ৯৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সাত দিনের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২৩ নভেম্বর ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু এবং ৮৮৬ জন হাসপাতালে, ২৪ নভেম্বর ১১ জনের মৃত্যু এবং এক হাজার ৭৯ জন হাসপাতালে, ২৫ নভেম্বর দুইজনের মৃত্যু এবং ৯৩৪ জন হাসপাতালে, ২৬ নভেম্বর ১০ জনের মৃত্যু এবং ৯৯০ জন হাসপাতালে, ২৭ নভেম্বর চারজনের মৃত্যু এবং ৮৮৮ জন হাসপাতালে, ২৮ নভেম্বর সাতজনের মৃত্যু এবং ৮৩৭ জন হাসপাতালে, ২৯ নভেম্বর তিনজনের মৃত্যু এবং ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৭৯৩ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ২৮১ জন। মারা গেছেন ৪৮৫ জন।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে