মুলাদীতে মুদি দোকানে মাছের পানি যাওয়ায় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পৌর সুপার মার্কেটের মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম সাগর সরদার। তিনি হিজলা উপজেলার শ্রীপুর গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে। মুলাদী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মালেক ভান্ডারির ছেলে ইব্রাহীম ভাণ্ডারী (৪৫) ও তার ছেলে আশিক (২৫) লোকজন নিয়ে মারধর করে দেড় লাখ টাকা ছিনিয়ে নেন বলে দাবি করেছেন সাগর সরদার। এ ঘটনায় সাগর সরদার বাদী হয়ে সোমবার বিকেলে ৫জনের বিরুদ্ধে মুলাদী থানায় একটি অভিযোগ করেছেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
সাগর সরদার জানান, তিনি পৌর সুপার মার্কেটে মাছের ব্যবসা করেন। তার খোলা দোকানের পাশেই ইব্রাহীম ভান্ডারীর মুদি দোকান। সোমবার ড্রাম থেকে মাছ তোলার সময় ওই মুদি দোকানে পানি ছিটকে যায়। এতে ইব্রাহীম ভান্ডারী ও তার ছেলে আশিক ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহীম ভাণ্ডারী তার ছেলেসহ ৩/৪ জন লোক নিয়ে তাকে মারধর শুরু করেন। তার মারধর করে জামা কাপড় ছিড়ে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান। এসময় তার ডাকচিৎকারে বাজারের অন্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে ইব্রাহীম ভান্ডারী মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, সাগর সরদার ইচ্ছা করে মুদি দোকানের মধ্যে পানি নিক্ষেপ করায় তার সঙ্গে কথার কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। ওই সময় জামা কাপড় ছিড়ে থাকতে পারে। ওি ঘটনাকে পুজি করে সাগর থানায় মিথ্যা অভিযোগ করেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, মাছ ব্যবসায়ীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।