কুষ্টিয়ার দৌলতপুর সীমােন্তের।পদ্মা নদীতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি ৬৩ লক্ষ টাকার মাদক, নকল বিড়ি ও অবৈধ জাল জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর ত্রিমোহনী নদীর এলাকায় অভিযান চালানো হয়। এতে প্রায় ১১৫০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১০০০০ কেজি ভারতীয় কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি ৬০ লাখ টাকা। এর আগে বারমাইল হাইওয়ে এলাকায় পঞ্চগড় থেকে পাথরঘাটাগামী একটি বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে ৫৬৬০ প্যাকেট নকল বিড়ি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ১১ হাজার টাকা। একই দিন রাতে কাজিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ১২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৮ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ১০০ টাকা। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন মোঃ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপস্থিত ছিলেন, হোসেন আহমেদ স্বপন, মৎস অফিসার, দৌলতপুর, কুষ্টিয়া, সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। জব্দকৃত অবৈধ জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে নকল বিড়ি কাস্টমসে জমা এবং ফেন্সিডিল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে রাখা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।