কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জহুরাকে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন থেকে বিদায় দিলেন। সাবিহা ফাতেমাতুজ জহুরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেলে তাকে উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসার বৃন্দ, অফিসার্স ক্লাব, কুলিয়ারচর পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দরা উপস্থিত থেকে তাকে বিদায় জানান। সূত্রমতে, সাবিহা ফাতেমাতুজ জহুরা গত বছরের আগস্ট মাস থেকে এ পর্যন্ত সুনামের সহিত কুলিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে গেছেন।