জুলাই শহীদ স্মৃতি আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্ট -২০২৫ এ অংশগ্রহণের লক্ষ্যে বিরলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ইন্দ্রজীত সাহা এর সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম আলী, আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন আলী, পৌর বিএনপি'র সভাপতি লিয়াকত আলী, সহ সভাপতি ইস্কান্দার হাসান, এনসিপির প্রধান সমন্বয়কারী মোকাম্মেল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মঞ্জুর আলম মহবুর, রাজ্জাক হায়দার, মিজানুর রহমান,আরিফ হোসেন, আতিউর রহমান, ক্রীড়া শিক্ষক লতিফুর রহমকন, ফরহাদ হোসেন, ক্রীড়া সংগঠক সাইদুর রহমান, সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মমতাজুর রহমান মিন্টু, জহুরুল ইসলাম জহির, আহসান হাবিব আপেল, ভান্ডারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাহারুল ইসলামসহ সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় উপজেলার সকল স্থানের ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে খেলোয়াড় বাছাইপূর্বক আসছে ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহষ্পতিবার দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত টুর্ণামেন্টে হাকিমপুর উপজেলা দলের সাথে প্রতিদ্বন্দ্বীতায় নৈপুণ্য প্রদর্শনের সিদ্ধান্ত হয়। তাই বুধবার ও বৃহস্পতিবার এর মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ অথবা উপজেলা ক্রীড়া সংস্থার সাথে যোগাযোগ করে খেলোয়াড় রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট সকলকে।