বহুল আলাচিত ঘুর্ণিঝড় প্রস্তুুতি কমিটি (সিপিপির) খুলনার উপ-পরিচালক গোলাম কিবরিয়াকে চট্রগ্রামে বদলি করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর সিপিপির পরিচালক (প্রশাসন) মুহাম্মদ নাজমুল আবেদিন সাক্ষরিত এক আদেশে তাকে চট্রগ্রাম আঞ্চলিক কাযার্লয়ে বদলি করা হয়। জানা গেছে, সিপিপির খুলনার উপ-পরিচালক গোলাম কিবরিয়া কয়রা উপজলা প্রশাসন সহ কারর না জানিয়ে গত ২৯ আগস্ট সকাল ১০ টায় সুদরবন বালিকা বিদ্যালয়ের হলরুমে সিপিপির সভার আয়াজন করে। সিপিপির আড়ালে আওয়ামীলীগকে পুর্নবাসন এবং আওয়ামীলীগ আমল করা ওই কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত থাকায় স্থানীয় জনগন বিষয়টি জানতে পেরে উপ পরিচালককে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে উপজলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ(ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরবর্তিতে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলাচনা হলে সেখান তিনি তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে লিখিত মুসলিকা দিয়ে মুক্তি পান। জানা গছ, ২০০৮ সাল আওয়ামী সরকারের আমলে একতরফা ভাবে কয়রায় সিপিপির কমিটি গঠন করা হয়। দির্ঘদিন কমিটি পুর্নঃগঠন না করে বিতর্কিত ওই কমিটির অনুকুলে সেফটি সামগ্রী বিতরন করায় কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সেই থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলাচনা-সমালোচনা শুরু হয়। এই অবস্থায় কারর না জানিয়ে অনেকটা চুপিসারে উপ-পরিচালক ছুটির দিন বিতর্কিত ওই কমিটির নেতা কর্মীদের নিয়ে সভা করা অবস্থায় জনগন তাকে অবরুদ্ধ করে রাখে। শুধু তাই নয় তার বিরুদ্ধে সভা না করে টাকা তুলে নিয়ে আত্মসাৎ করারও অভিযোগ রয়েছে। এ ব্যাপার সিপিপির পরিচালক (প্রশাসন) মুহাম্মদ নাজমুল আবেদীন বলেন, সিপিপির খুলনার উপ-পরিচালক গোলাম কিবরিয়াকে চট্রগ্রাম আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, প্রাথমিক ভাবে তাকে বদলি করা হয়েছে পরবর্তীতে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।