কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫ /২০২৬ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২০২৬ মৌসুমে কৃষি প্রনোদনা।কর্মসূচির আওতায় মাস কালাই উৎপাদনবৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথী থেকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নুরুল ইসলামের সভাঅতিত্বে এ সবাই উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহাম্মেদ স্বপন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ((শাহীন),কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমেদ।উপজেলার ১৮০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পাঁচ কেজি করে কালাই বীজ,১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর কর্মকর্তা, সাংবাদিক, কৃষক গণ উপস্থিত ছিলেন।