গোমস্তাপুওে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০৪:৪৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
গোমস্তাপুওে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পার্বতীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপি আহবায়ক এনায়েত করিম তোকি, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলিনগর বিএনপি'র সভাপতি আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক আব্দুল্লাহ আল রাইয়ান, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম রাজ, গোমস্তাপুর বিএনপি'র সদস্য সচিব মারজুক আহমেদসহ অন্যান্য। এ সময় উপজেলা বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে মোয়াজ্জেম হোসেনকে সভাপতি, মনিরুল ইসলাম মাখনকে সাধারণ সম্পাদক ও এমএম ঈমাইনুল হককে সাংগঠনিক সম্পাদক করে পার্বতীপুর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে