ফিলিস্তিনিদের উপর ইসরাইলি হামলা বন্ধ, সাম্প্রদায়িক বিভাজন বন্ধ ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ২৯ নভেম্বর, শুক্রবার,বিকাল ৪ টায় শহরের শপথ চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড পরেশ কর। বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, যুব ইউনিয়নের নেতা মো. হেলাল উদ্দিন। সমাবেশে প্রধান বক্তা কমরেড পরেশ কর বলেন, গণঅভ্যুত্থানের আগেও দেশ অস্হিতিশীল ছিলো, এখনও তাই। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতিতে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। মানুষের কষ্ট অসহনীয় হয়ে গিয়েছে। তাই সরকারকে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে মানুষের জীবনমান স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক বিভাজন চরমে উঠছে। দেশের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। মোটের উপর বলতে গেলে বর্তমান সরকার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। বাক্ স্বাধীনতাও খর্ব হচ্ছে। কোন সমালোচনার আগেই মানুষ ভয়ে জড়োসড়ো হয়ে থাকে। এতে করে ৭১'র মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আর এদিকে ফিলিস্তিনিতে ইসরাইলী আগ্রাসন নির্বিচারে চলছে। লক্ষ লক্ষ নারী-শিশু-পুরুষ হত্যা হয়েছে যুগ যুগ ধরে। সাম্রাজ্যবাদীদের পৃষ্ঠপোষকতায় ইসরাইল ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। এতে করে মানবতার অবশিষ্ট অংশটুকুও আর সাম্রাজ্যবাদীদের কাছে নেই। অবিলম্বে ইসরাইলী আক্রমণ রুখে দাঁড়াতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে,ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে হবে, মানবতার পক্ষে দাঁড়াতে হবে। তিনি বলেন, বাংলাদেশ থেকে এখনও সাম্প্রদায়িক বিভাজন দূর হলোনা। এটা খুবই দুঃখজনক। মহান মুক্তিযুদ্ধের চেতনা সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা। এ চেতনায় বাঙ্গালীকে ধরে রাখতে হবে নতুবা দেশে শান্তি বিরাজ করবে না। অবিলম্বে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে অতিদ্রুত নির্বাচনের আয়োজন করে সংঘাত-সংঘর্ষ বন্ধের উদ্যোগ এখনই নিতে হবে।