ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৮ পিএম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স জানান, মুসলিমদের অন্যতম পবিত্র দিবস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি। একই সঙ্গে স্থলবন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি আরও জানান, একদিনের এ বন্ধ শেষে আগামীকাল রোববার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম আবারও শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট সবসময় খোলা থাকে। যেকোনো দিবসেই দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চালু থাকে। আজও সেই কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে