আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় এ সভা অনুষ্ঠিত হয়। খলিষখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার শহিদুল্লাহর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সাতক্ষীরা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। আমাকে যদি আপনারা সমর্থন দেন তাহলে হিন্দু-মুসলিমদের আমি আমার দুই চোখেই দেখব না। যার যার অধিকার তারা পাবে। আমি জনগণের সেবা করে বাকি জীবন কাটাতে চাই। ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি ও সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম এবং খলিষখালী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম মনু। বক্তারা বলেন,জনগণের পাশে জামায়াত সবসময় ছিল, আছে এবং থাকবে। অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে গণমানুষের সংগ্রামে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে বদ্ধপরিকর। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়