গাজীপুরের কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে স্থাণীয় বয়স্ক অসহায় মুসুল্লিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফাউন্ডেশনের পরিচালক ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাউছার আহম্মেদ কাজল কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড দুর্বাটি এলাকায় ৮ জন বয়স্ক অসহায় মুসুল্লীকে নগদ পাঁচশত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় অন্যান্যের মাঝে ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক কাজী, কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোরশেদ আলম কাজল, ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার মো. ইসমাইল হোসেন মাঝি, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক নেতা বদরুল আলম, বিএনপির নেতা আমজাদ হোসেন, রতন মিয়া, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আনাস বিন হোসাইন উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পরিচালক কাউছার আহম্মেদ কাজল বলেন, বয়স্ক মানুষেরা সমাজে অবহেলিত। এই বয়সে তাদের পরিবারের অনেকে খোঁজখবর রাখেন না। পাশাপাশি সমাজের মানুষও তাদের তেমন সাহায্য সহযোগিতা করেন না। আমার বাবা এই পৃথিবী থেকে চলে গেছেন। আমার বাবা বেঁচে থাকলে আমি তো বাবার হাত খরচের জন্য অর্থ দিতাম। আমি মনে করি এই বয়স্ক মানুষগুলো আমার আপনজন। তাই আমি প্রতিমাসে তাদের আর্থিক সহায়তার জন্য এই ফাউন্ডেশন গড়ে তুলেছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি মাসে তাদের আর্থিক সহায়তা প্রদান করব। সমাজের বিত্তবানদের প্রতি আমার অনুরোধ তারাও যেন এলাকার বয়স্ক মানুষদের পাশে দাঁড়ান।