কালীগঞ্জে হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৫ এএম
কালীগঞ্জে হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
গাজীপুরের কালীগঞ্জে হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষ্যে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বালীগাঁওয়ে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল শেষে হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ উপজেলা বিএনপি'র আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাষ্টার, গাজীপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সোলেমান আলম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, সালাহ উদ্দিন আহমেদ, হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির হোসেনসহ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির হোসেন জানান, রোগীর সেবার মান উন্নত করতে সকল প্রকারের সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে আমাদের হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের বদ্ধ পরিকর। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হবে। তা ছাড়াও আমাদের এই প্রতিষ্ঠানে অত্যাধুনিক মেশিন দ্বারা ল্যাবে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। গরিব ও অসহায় রোগীর জন্য সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে।
আপনার জেলার সংবাদ পড়তে