বাঘায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সভা ও দোয়া মাহফিল

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪১ পিএম
বাঘায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সভা ও দোয়া মাহফিল

রাজশাহীর বাঘায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে হযরত মুহাম্মদ (সাঃ) এঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলাতানা ডলির সঞ্চালনায় বক্তব্য রাখেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম, হাফেজ ক্বারি মাওলানা মুহাঃ মুনতাজ আলী, সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) সেতাবুর রহমান, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, প্রভাষক মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন বাঘা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম।