কয়রায় ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪০ পিএম
কয়রায় ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা

কয়রায় সদর ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনু্ষ্ঠিত হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ হল রুমে জাগ্রত যুব সংঘ (জেজেএস), উত্তরণ, ও কারিতাস বাংলাদেশ খুলনাঞ্চলের  যৌথ উদ্যেগে এই সভা অনু্ষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত)  চেয়ারম্যান এস এম লুৎফার রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন  ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন,আবু হোরায়রা খোকন, মোস্তাফা শফিকুল ইসলাম,মিজানুর রহমান কোহিনুর, শেখ আবুল কালাম আজাদ,নাজমুসায়াদাৎ,মাসুুম বিল্ল্যাহ,গড় মূর্শিদা খাতুন,শাহানারা জামাল, জে জে, এসের পিসি মোঃ আব্দুল মালেক, ফিল্ড ফ্যাসালিটেটর মাহিমা আক্তার, উত্তরণের ফিল্ড ফ্যাসালিটেটর মেহেদী হাসান টিটু,কারিতাস বাংলাদেশের ফিল্ড ফ্যাসালিটেটর মিজানুর রহমান,ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য, মোস্তাফিজুর রহমান, মোল্ল্যা মনিরুজ্জামান,এম এ করিম, আশিকুজ্জামান, মেহেদী হাসান সবুজ, এবি সিদ্দিক,মিজানুর রহমান লিটন,ফারুখ হোসেন, বাসন্তী মুুন্ডা প্রমুখ। সভায় দুর্যোগকালে আগাম সতর্ক বার্তা পৌঁছে দেওয়ার কৌশল । দুর্যোগ প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা । আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, রিলিফ মজুত কমিটির সদস্যদের করণীয় ও দায়িত্ব জেন্ডার রেসপন্সিভ পরিকল্পনা বাস্তবায়ন  বিষয়ে আলোচনা করা হয়।