মোল্লাহাটে বিরোধের জেরে হত্যা, প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর-লুটপাট

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৪ পিএম
মোল্লাহাটে বিরোধের জেরে হত্যা, প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর-লুটপাট

বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে দিন ইসলাম বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পরদিন নিহতের প্রতিপক্ষ পরিবারের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট শুক্রবার চর উদয়পুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে দিন ইসলাম বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা সরদারবাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার সকালে মারা যান। রোববার চর উদয়পুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

অভিযোগ রয়েছে, দিন ইসলামের মৃত্যুতে উত্তেজিত হয়ে পরদিন রোববার প্রতিপক্ষ পরিবারের কয়েকটি কাঁচা ও পাকা ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। ভাঙচুরের শিকার হওয়া ঘরগুলোর মধ্যে হোসাইন বিশ্বাস, কিবরিয়া বিশ্বাস, মোস্তফা বিশ্বাস ও মুসা বিশ্বাসের বাড়িঘর সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

তবে নিহতের স্বজনরা অভিযোগ অস্বীকার করে জানান, তারা কোনো ভাঙচুর বা লুটপাটে জড়িত নন। বরং তারা হত্যাকাণ্ডের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।