শিশুদের স্কুলে যাওয়ার ঝুঁকিপূর্ণ বাহন পরিত্যাগ করতে হবে

এফএনএস : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:২০ এএম
শিশুদের স্কুলে যাওয়ার ঝুঁকিপূর্ণ বাহন পরিত্যাগ করতে হবে

স্বল্পআয়ের পরিবারের শিশুরা সাধারণ স্কুল ভ্যানে চড়েই স্কুলে যাতায়াত করে থাকে। এইসব স্কুল ভ্যানগুলোতে খাঁচার মত হওয়ায় একটি গাড়িতে ছয় সাত জন করে বসতে পারে। এগুলো ছাড়াও অনেক অভিভাবক তাদের শিশু সন্তানকে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও কেউ কেউ মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছেন। স্কুলভ্যানের মতো অনুমোদনহীন যানবাহন, রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার রাজধানীর যানজট বাড়াচ্ছে। সকালে ক্লাস শুরুর আগে এবং দুপুর ও বিকেলে ছুটির সময় স্কুলকেন্দ্রিক সড়কে যানজট ব্যাপক ভোগান্তি তৈরি করে এই ব্যক্তিগত গাড়ি। অভিভাবকেরা চান, স্কুলবাস চালু হোক। তাহলে তাঁদের খরচ কমবে, তাঁরা নিরাপদে সন্তানকে স্কুলে পাঠাতে পারবেন এবং স্কুলে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসেও থাকতে হবে না। স্কুলবাস না থাকা পরিবারগুলোর খরচ অনেক বেড়েছে। নিম্ন আয়ের পরিবারগুলোকে স্কুল ভ্যানে সন্তানকে স্কুলে পাঠাতে খরচ হয় মাসে এক থেকে তিন হাজার টাকা। রিকশা ও ব্যাটারিচালিত রিকশায় একেকজনের খরচ একেক রকম। এখন ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সেগুলোর চলাচল নিষিদ্ধ করারও দাবি উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অব রোড সেইফটি ২০১৮ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর গড়ে প্রায় ১০ লাখ ৩০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে এবং আহত হচ্ছে গড়ে প্রায় ৫ কোটি মানুষ। সেখানে বাংলাদেশে রোড ক্রাশে প্রতি বছর আনুমানিক ২৪ হাজার ৯৫৪ জন মানুষের মৃত্যু হয়। রোড ক্রাশের ফলে দেশে শতকরা ৫ ভাগ জিডিপি কমে যাচ্ছে। গ্লোবাল রোড সেইফটি পার্টনারশিপের তথ্যানুযায়ী যানবাহনে শিশু সুরক্ষিত আসন ব্যবহার করলে শিশু মৃত্যুর হার কমবে। ছোট শিশুদের ক্ষেত্রে প্রায় ৭০% এবং বড় শিশুদের ক্ষেত্রে প্রায় ৫৪-৮০% মৃত্যুর হার কমানো সম্ভব। সড়কে শিশু মৃত্যু ঠেকাতে গাড়িতে সিট বেল্ট বাঁধা, যানবাহনে শিশুদের উপযোগী সিটের ব্যবস্থা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, যানবাহনে শিশুবান্ধব আসনের ব্যবহার শিশুদের সড়ক দুর্ঘটনায় আঘাতের ঝুঁকি ৭১%-৮২% হ্রাস করে। সড়ক পরিবহণ আইন ২০১৮ শিশুদের সুরক্ষিত আসন নিয়ে কোন কিছু বলা হয়নি। অথচ আমাদের দেশের যানবাহনে শিশু আসন জরুরি। তাই শিশুদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যানবাহনে (বিশেষ করে ছোট গাড়িতে) শিশু সুরক্ষিত আসন প্রচলনে আইন আবশ্যক।   

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW