দেশে অসংক্রামক রোগের প্রকোপ মারাত্মকভাকে বৃদ্ধি পাচ্ছে। আর এই অসংক্রামক রোগের প্রকোপ বৃদ্ধির অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অসংক্রামক রোগের প্রকোপ কমাতে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ওষুধ নিশ্চিত করতে হবে। অন্যথায় অসংক্রামক ওই রোগ নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়ে পড়বে। বুধবার সকাল ১১টায় অনলাইনে আয়োজিত বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, অগ্রগতি, বাধা এবং করণীয় শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এ কথা বলা হয়। কর্মশালায় আরো বলা হয় স্বাস্থ্য বাজটেে অসংক্রামক রোগ প্রতিরোধ খাতে বরাদ্দ মাত্র ৪.২ শতাংশ। ফলে দেশের কমউিনটিি ক্লনিকি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে উচ্চ রক্তচাপরে ওষুধ সরবরাহে ঘাটতি রয়েছে। আর এই ঘাটতি পূরণে নরিবচ্ছিন্নি ওষুধ সরবরাহরে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গ্লোবাল হলেথ অ্যাডভোকসেি ইনকউিবটের (জএিইচএআই) এর সহযোগতিায় এবং প্রজ্ঞার (প্রগতরি জন্্য জ্ঞান) উদ্যোগে ওই র্কমশালার আয়োজন করা হয়। র্কমশালায় রাজশাহী বভিাগে র্কমরত প্রন্টি, ইলক্ট্রেনকি এবং অনলাইন মডিয়িার ২২ জন সাংবাদকি অংশগ্রহণ করনে। এতে আলোচক হসিবেে উপস্থতি ছলিনে জএিইচএআই বাংলাদশে কান্ট্রি লডি মুহাম্মাদ রূহুল কুদ্দুস এবং প্রজ্ঞা’র নর্বিাহী পরচিালক এবএিম জুবায়রে। র্কমশালায় বষিয়ভত্তিকি উপস্থাপনা তুলে ধরনে প্রজ্ঞা’র পরচিালক মো. শাহদেুল আলম এবং কোর্অডনিটের সাদয়িা গালবিা প্রভা।