রাজশাহীর বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজাল সরকার (৭৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি---রাজিউন)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নওটিকা গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকাল ৩টায় নওটিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। তিনি কিডনি, ডায়াবেটিক রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে রয়েছে।