মুলাদীতে ককটেল বিস্ফোরনে আ’লীগ নেতার কবরস্থান ভাঙার অভিযোগ

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৬ পিএম
মুলাদীতে ককটেল বিস্ফোরনে আ’লীগ নেতার কবরস্থান ভাঙার অভিযোগ

বরিশালের মুলাদীতে ককটেল বিস্ফোরনে আওয়ামী লীগ নেতার কবরস্থান ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে নলী বাড়ির সামনে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ৩/৪টি ককটেল মেরে সফিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত মজিবুর রহমান নলীর কবরস্থানের দেয়াল ভেঙে দেয় বলে অভিযোগ করেন তার ছেলে সুজন নলী। তবে কে বা কাহারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তার বলতে পারেননি তিনি। 

সুজন নলী জানান, তার বাবা মজিবুর রহমান নলী দীর্ঘদিন ধরে সফিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রায় ৮বছর আগে তিনি মারা গেলে কবরস্থানে দেয়াল করা হয়েছিলো। শনিবার সকাল ১০টার দিকে কে বা কাহারা ককটেল মেরে দেয়াল ভেঙে দেয়। এঘটনায় মুলাদী থানায় অভিযোগ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ হাওলাদার জানান, শনিবার সকালে পর পর ৩/৪টি ককটেল বিস্ফোরন ঘটে। ওই সময় শব্দ পেয়ে বেরিয়ে ৩জনকে ওই স্থান থেকে দৌড়ে যেতে দেখা গেছে। তবে কাউকে চেনা যায়নি। পরে সেখানে কবরস্থানের দেয়াল ভাঙা ও ককটেলের সরঞ্জাম দেখা গেছে।  

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতার কবরস্থানের দেয়াল ভাঙার বিষয়টি শুনেছি। জমি বিরোধের জেরধরে কেউ দেয়ালটি ভেঙে থাকতে পারে কিন্তু ককটেল বিস্ফোরন ঘটিয়ে দেয়াল ভাঙা সম্ভব নয়। তবে স্থানীয়রা বিস্ফোরণের শব্দ পাওয়ার অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে