সাতক্ষীরায় আদালতে তওবা পড়ে জামিনে মুক্ত শহীদ মোড়ল

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৬ পিএম
সাতক্ষীরায় আদালতে তওবা পড়ে জামিনে মুক্ত শহীদ মোড়ল

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে প্রায় চার মাস কারাভোগের পর আদালতে প্রকাশ্যে তওবা পড়ে জামিনে মুক্তি পেয়েছেন মোঃ শহিদুল ইসলাম ওরফে শহীদ মোড়ল (৭০)।

রোববার (১৪ সেপ্টেম্বর) সাতক্ষীরার সিনিয়র দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলার শুনানিকালে এ ঘটনা ঘটে। আদালতে উপস্থিত এক হাফেজ আইনজীবীর মাধ্যমে তওবা পাঠ করার পাশাপাশি শহীদ মোড়ল লিখিত মুচলিকায় প্রতিশ্রুতি দেন যে, ভবিষ্যতে তিনি কখনো কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাঁকে এক মাসের জন্য অন্তবর্তীকালীন জামিনে মুক্তির আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা শহীদ মোড়ল পারুলিয়া বাজারের একটি মৎস্য সেটে বসে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পরদিন একই গ্রামের মুজাহিদুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মামলাটি ক্রিমিনাল মিস নম্বর ১২০৬/২০২৫ হিসেবে চলমান ছিল।

জামিন মঞ্জুরের সময় বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “কোনো ধর্মকেই অবমাননা করা উচিত নয়। আসামি প্রকাশ্যে তওবা করে নিজেকে সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই তাঁকে মুক্তি দেওয়া হলো।”

আপনার জেলার সংবাদ পড়তে