বগুড়া জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স রিজার্ভ অফিসে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
ডিআইজি মহোদয় পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস, অস্ত্রাগার, রেশন স্টোর, ডি-স্টোর, সি-স্টোর, হিসাব শাখা ও এমটি সেকশনসহ বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে তিনি প্রধান অতিথি হিসেবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সাথে বিশেষ কল্যাণ সভা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সভায় তিনি পুলিশ সদস্যদের দেশমাতৃকার সেবায় নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশনা দেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি সকল পুলিশ সদস্যকে নির্দেশ দেন। এছাড়া প্রথাগত পুলিশিংয়ের বাইরে এসে জনবান্ধব পুলিশিং বাস্তবায়নের তাগিদ দেন তিনি।
সভায় বগুড়া জেলা পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম সভাপতিত্ব করেন। পুলিশ সদস্যদের পোশাক, রেশন, আবাসন, ছুটি ইত্যাদি কল্যাণমূলক বিষয় আলোচিত হয়। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা তাদের সমস্যা তুলে ধরেন, যা মনোযোগ দিয়ে শুনে ডিআইজি মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিশেষে জেলা পুলিশের আয়োজিত প্রীতিভোজে অংশ নেন ডিআইজি মহোদয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানা ও ইউনিট ইনচার্জ এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।