ইসলামী আন্দোলনের বায়তুল মোকাররমে বিক্ষোভ, দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৬ পিএম
ইসলামী আন্দোলনের বায়তুল মোকাররমে বিক্ষোভ, দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর শুরু হওয়া এই কর্মসূচিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় তারা, কোনো খুনিকে নয়। তাদের অভিযোগ, সংস্কারের নামে দেশে তামাশা চলছে। বক্তাদের দাবি ছিল, সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, নইলে রাজপথে নামতে বাধ্য হবে তারা।

ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বিক্ষোভে নেতৃত্ব দেন। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনই একমাত্র সমাধান, যা জনগণের সত্যিকারের অংশগ্রহণ নিশ্চিত করবে। বক্তারা আরও বলেন, বিগত ১৭ বছর দেশে একনায়কতন্ত্র ও স্বৈরাচার চলেছে এবং প্রতিটি নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ। তাই প্রহসনমূলক নির্বাচন আর মেনে নেওয়া হবে না।

একইদিন বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটসহ বিভিন্ন স্থানে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ মোট সাতটি ইসলামী দল আলাদা সময়ের কর্মসূচি পালন করে। এসব দলের অভিন্ন দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা, জুলাই-আগস্ট গণহত্যার বিচার, বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।

এছাড়া এসব ইসলামী দল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে