কয়রায় প্রতিবন্ধি সদস্যদের দুর্যোগে করনীয় বিষয়ে সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ পিএম | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ পিএম
কয়রায় প্রতিবন্ধি সদস্যদের দুর্যোগে করনীয় বিষয়ে সভা

কয়রায় ডিআইডিআরএম প্রকল্পের উদ্যোগে দুর্যোগে প্রতিবন্ধি সদস্যদের করনীয় বিষয়ে ষাণ্মাসিক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাস বাংলাদেশ আয়োজনে ও সিবিএম গ্লোবালের সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়।

মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিভুতী ভূষণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ-আল বাকী। বিশেষ অতিথি  ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশীদ। এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুল আহাদ, সাংবাদিক আব্দুল খালেক, শেখ জাহাঙ্গীর কবির টুটুল, মোনায়েম বিল্লাহ,

ইউপি সদস্য আবুল হাসান, মোঃ শাহাদাত হোসেন, মোঃ কামাল হোসেন, মাওলানা মাসুদুর রহমান, মাসুম বিল্লাহ মিন্টু, কারিতাসের ফিল্ড অফিসার হাসিবুল হোসেন টুটুল, ডিআইও অফিসার 

আব্দুল্যাহ আল সায়েম, কারিতাসের রিতা মন্ডল, সিমসন রমীও বিশ্বাস, সুদেব সরকার, প্রতিবন্ধি সদস্য শাহাবাজ হোসেন, ফাতিমা খাতুন  প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে