রাজধানীর সকল খাল উদ্ধারে জোর দিন

এফএনএস : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৪ এএম
রাজধানীর সকল খাল উদ্ধারে জোর দিন

চারশ বছরের পুরোনো শহর এই ঢাকা কার্যত অভিভাবকহীন। দেখার যেন কেউ নেই। দায়িত্বশীলদের অনুপস্থিতি সকল কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। বেশকিছুদিন যাবত কার্যালয়ে দেখা নেই ঢাকার দুই মেয়র, কাউন্সিলর ও অনেক কর্মকর্তাদের। ঢাকার খাল উদ্ধারে নেই কোনো কার্যক্রম। খাল উদ্ধারে ঢাকার দুই সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড থাকলেও বেশকিছুদিন ধরে এসব কর্মসূচি যেন স্থবির হয়ে পড়েছে। দুই সিটি করপোরেশনের কোনো এলাকাতেই নেই খাল উদ্ধার কর্মসূচি। এমনকি খাল উদ্ধারের জন্য সিটি করপোরেশনের কোনো কর্মী বা কর্মকর্তাদের এখন আর দেখা যাচ্ছে না। সিটি করপোরেশন কর্তৃক খাল উদ্ধার একটি চলমান কর্মসূচি বলা হলেও সেই চলমান কর্মসূচি এখন স্থবির। খাল উদ্ধার বা খালের ময়লা-আবর্জনা পরিষ্কার কোনোটাই এখন হচ্ছে না। দুই সিটি করপোরেশনের এই নীরবতার কারণে ভূমিদস্যু সুবিধাবাদী ও প্রভাবশালীরা এই সুযোগ কাজে লাগাতে পারে। খালের জায়গা আবার দখলে নিতে পারে। উদ্ধারকৃত খাল আবার দখল হয়ে যেতে পারে। ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিষ্কার করা খাল আবার ময়লার ভাগাড়ে পরিণত হতে পারে। তাই সিটি করপোরেশনের দায়িত্বরত কর্মীদের খাল উদ্ধার ও ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চলমান রাখা জরুরি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের গবেষণায় উঠে এসেছে, ঢাকার অধিকাংশ পুকুর দখল-দূষণে সংকটাপন্ন। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের লেভেল-৪, টার্ম-২-এর শিক্ষার্থীরা আটটি গ্রুপে ভাগ হয়ে রাজধানীর আটটি পুকুরে এ গবেষণা কার্যক্রম পরিচালনা করে। গবেষণায় পাওয়া তথ্য নিয়ে বুধবার বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাকক্ষে ‘স্থানীয় পর্যায়ে শহুরে পুকুর ব্যবস্থাপনা ও অংশীজনদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বক্তারা বলেন, রাজধানীর অধিকাংশ পুকুরের পাড় দখল ও যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় সেগুলোর অবস্থা সংকটাপন্ন। মালিকানা নিয়ে সমস্যা থাকায় কিছু পুকুরের রক্ষণাবেক্ষণ নিয়েও জটিলতা রয়েছে। অথচ এসব পুকুর মোগল ও ব্রিটিশ আমল থেকে স্থানীয় মানুষের পানির চাহিদা পূরণ করে আসছে। এমনকি বিভিন্ন অগ্নিকাণ্ডে এসব পুকুরের পানি আগুন নেভাতে ভূমিকা রেখেছে। ঢাকা মহানগরের বৃদ্ধি ও সম্প্রসারণের ক্ষেত্রে খালগুলোকে কেন্দ্র করে যে নগর পরিকল্পনার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাকে নষ্ট করে দিয়ে অব্যাহত দখল আর দূষণের মাধ্যমে খাল ও জলাশয়গুলোকে আমরা উন্নয়নের নামে ক্রমাগত ধ্বংস করেছি। ফলে একদিকে যেমন নগরীর পরিবেশ-প্রতিবেশ ধ্বংস হয়েছে, ঠিক তেমনি নগরায়ণের চাপে শহরের খালগুলো ক্রমান্বয়ে দখলের শিকার হয়েছে। রাজধানীর সব জলাশয়ে পানির ধারণক্ষমতা ও প্রবাহ বাড়াতে হবে। রাজধানীর চারপাশের নদ-নদী দখল মুক্ত করতে হবে।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে