সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ইরফান পাঠানের কুকুরের মাংস সংক্রান্ত মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যা বলে খণ্ডন করেছেন। পাকিস্তানের সামা টিভিকে শুক্রবার (২০ সেপ্টেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, পাঠানের দাবি শুধুমাত্র নিজেকে ‘মহান ভারতীয়’ প্রমাণ করার জন্য তৈরি করা। আফ্রিদি আরও উল্লেখ করেছেন, পাঠান সবসময় পেছন থেকে কথা বলেন এবং চোখে চোখে মুখোমুখি কথা বলতে সাহস দেখান না।
আফ্রিদি বলেন, “আমি সেই মানুষকে পুরুষ মনে করি যারা মুখোমুখি কথা বলতে পারে। পাঠান যদি সামনে এসে কথা বলত, আমি অবশ্যই জবাব দিতাম। এই মিথ্যার জবাব আমি কীভাবে দিই?” তিনি অভিযোগ করেন, পাঠান পাকিস্তানি ক্রিকেটারদের কটাক্ষ করে নিজেকে ভারতীয় প্রমাণ করতে চাইছেন।
ইরফান পাঠান গত আগস্টে ভারতের লাল্লানটপ–এ এক সাক্ষাৎকারে স্মরণ করেছিলেন ২০০৬ সালের পাকিস্তান সফরের ঘটনা। পাঠানের দাবি, সেই সময় বিমানযাত্রায় আফ্রিদি তাকে ‘কিড’ বলে সম্বোধন করেছিলেন এবং তার চুল স্পর্শ করে মজা করেছিলেন। পাঠান জবাবে বলেছিলেন, “তুমি কখন আমার বাবা হয়ে গেলে?” এরপর তিনি আফ্রিদিকে কটাক্ষ করে বলেন, “তিনি কুকুরের মাংস খেয়েছেন, তাই এতক্ষণ ধরে ঘেউ ঘেউ করছেন।” পাঠান উল্লেখ করেছিলেন, এ ঘটনায় উপস্থিত সবাই হাসি চেপে রাখতে পারেননি।
আফ্রিদি এই সমস্ত দাবিকে ভিত্তিহীন ও কল্পিত আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “আমি কখনোই এমন কিছু বলিনি বা করিনি। পাঠান শুধুমাত্র নিজেকে মহান ভারতীয় হিসেবে প্রমাণ করার জন্য এই ধরনের গল্প তৈরি করেছেন।” আফ্রিদি আরও বলেন, “তার সারাজীবনই পাকিস্তানিদের বিরুদ্ধেই কথা বলার গল্পে গড়ে উঠবে। এটা দেখলে বোঝা যাবে।”
এই কটূক্তি ও বিতর্ক নতুন করে ক্রিকেট ফ্যানদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে দুই দেশের প্রাক্তন তারকাদের মধ্যে সম্পর্ক ও কথোপকথনের সত্য-মিথ্যার বিষয়টি প্রকাশ পেয়েছে।