সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের ট্রাক চালক সুমন (৩০) ফকিরহাট নামক স্থানে দূর্ঘটনায় নিহত হয়েছে। নিহত ট্রাক ড্রাইভার সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের ইয়াকুব সরদারের ছেলে। নিহতের ভাই মামুন জানান শুক্রবার সকালে তার ভাই ইটবাহী ট্রাক নিয়ে বাগের হাট যাচ্ছিল। বেলা ১২ টার দিকে ফকিরহাট নামক স্থানে পৌছালে ইটবাহী ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাক চালকের। এ সময় ট্রাকের হেলপার সহ ৩ জন আহত হয়। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। নগর ঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সন্ধ্যায় বাড়িতে পৌঁছে গেছে।