গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন-গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের বাসিন্দা মহিমা আক্তার (২৬), বরগুনার পাথরঘাটা উপজেলার আমরাতলা গ্রামের মো. হাসান (২৫) ও একই উপজেলার কাকচিরা গ্রামের সিদ্দিক মোল্লা (৪৫) মারা গেছেন। সূত্রমতে, একই সময় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ৩৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।