শাকসু নির্বাচন সামনে রেখে শাবিপ্রবি'র ছাত্ররাজনীতির অনুমোদন

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) :
| আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৫ পিএম | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম
শাকসু নির্বাচন সামনে রেখে শাবিপ্রবি'র ছাত্ররাজনীতির অনুমোদন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্ররাজনীতি পুনরায় চালুর ঘোষণা দিয়েছে প্রশাসন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত যুক্ত করা হয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোকে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতি নিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৮ আগস্ট প্রক্টরিয়াল কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভার সর্বসম্মত প্রস্তাবের ভিত্তিতে গত বছরের ৬ নভেম্বর আরোপিত ছাত্ররাজনীতি নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। তবে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। এর পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে পূর্বের মতো সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসন্ন শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে অংশ নিতে ছাত্র সংগঠনগুলো প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠান আয়োজন করতে পারবে, তবে তা সংশ্লিষ্ট হল প্রশাসনের অনুমোদনক্রমে করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে