গাজীপুরের টঙ্গীতে

কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ চার ফায়ার সার্ভিস সদস্য আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮ এএম
কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ চার ফায়ার সার্ভিস সদস্য আইসিইউতে

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন ফায়ার সার্ভিস সদস্য দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দগ্ধদের সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ ফায়ার সার্ভিস সদস্যরা হলেন—মো. শামীম আহমেদ (৪২), মো. নুরুল হুদা (৪০), মো. জয় হাসান (২৪) এবং ওয়ারহাউস অফিসার খন্দকার জান্নাতুল নাঈম (৩৮)। চিকিৎসকরা জানিয়েছেন, শামীম আহমেদ ও নুরুল হুদার শরীরের শতভাগ দগ্ধ হয়েছে, আর জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ পুড়েছে। এই তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। জয় হাসানের শরীরের মাত্র ৫ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় আরও দগ্ধ হয়েছেন আলামিন হোসেন বাবু নামে এক দোকানকর্মচারী। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন বিভাগে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি জানান, তিনজন ফায়ার সার্ভিস সদস্যের অবস্থা অত্যন্ত গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি সাংবাদিকদের জানান, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য ফায়ার সার্ভিস সর্বাত্মক সহযোগিতা করছে। তিনি আরও জানান, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে আসবেন দগ্ধদের দেখতে। সরকারের পক্ষ থেকেও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে