মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১০ পিএম
মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই–আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই সাক্ষ্য শুরু হয়।

এদিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তা তানভীর জোহা সাক্ষ্য দেবেন। পাশাপাশি জব্দ তালিকার সাক্ষীর জবানবন্দিও শোনানো হবে। এর আগে ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারসহ মোট ৪৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এসব জবানবন্দিতে উঠে এসেছে দেশব্যাপী হত্যাযজ্ঞের ভয়াবহ বর্ণনা, যেখানে প্রত্যক্ষদর্শীরা সরাসরি শেখ হাসিনা ও তার সহযোগীদের দায়ী করেছেন। শহীদ পরিবারের সদস্যরা আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

প্রসিকিউশন জানিয়েছে, জব্দ তালিকার সাক্ষ্য ও তদন্ত কর্মকর্তার জবানবন্দির মাধ্যমে সাক্ষ্যগ্রহণের ধাপ শেষ হবে। এরপর শুরু হবে যুক্তিতর্ক ও রায়ের কার্যক্রম। গত ২২ সেপ্টেম্বর শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী সাক্ষ্য দিয়ে ঘটনার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ করেন। তার সাক্ষ্যের আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরা করেন।

ট্রাইব্যুনালের নথি অনুযায়ী, গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরুর আদেশ দেওয়া হয়। প্রসিকিউশন পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে। মামলার প্রমাণাদি ও নথি মিলিয়ে মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার কাগজপত্র আদালতে দাখিল করা হয়েছে, যার মধ্যে দালিলিক প্রমাণ ও জব্দ তালিকা, শহীদদের তালিকা এবং তথ্যসূত্র অন্তর্ভুক্ত। এ মামলায় মোট ৮১ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।

একই দিনে ট্রাইব্যুনালে আশুলিয়ায় সাতজনকে হত্যার ঘটনায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি উত্তরা ছাত্র হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামসহ নয়জনকে হাজির করা হয়েছে। আরও কয়েকটি মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ অন্তত সাতজনকে আদালতে আনা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে