রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পের তেলের ট্যাংক পরিষ্কার করার সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহাখালীর আমতলীর গুলশান সার্ভিস সেন্টারে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খালি ট্যাংকের ভেতরে বৈদ্যুতিক ফ্যান দিয়ে গ্যাস বের করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ভেতরে ও আশপাশে থাকা শ্রমিক ও কর্মচারীরা দগ্ধ হন। আগুন দ্রুত নিভে গেলেও মুহূর্তেই সাতজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে আছেন—গুলশান ক্লিন অ্যান্ড কেয়ার প্রতিষ্ঠানের কর্মী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)। এছাড়া আরেক প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) এবং সজিব (৩১)। আহত স্বপন মোল্লা জানান, ট্যাংকের তেল বের করার পর পরিষ্কার করার প্রস্তুতি চলছিল। ফ্যান বন্ধ করতে গিয়েই হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং তারা দগ্ধ হন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, সাতজনকে বিকেল দেড়টার দিকে ভর্তি করা হয়েছে। তাদের সবার শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। ঠিক কত শতাংশ দগ্ধ হয়েছেন, তা পর্যবেক্ষণের পর বলা যাবে। ইনস্টিটিউটের চিকিৎসকরা তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।
গুলশান সার্ভিস সেন্টারের একজন কর্মী জানান, বিস্ফোরণের পরপরই কর্মীরা মিলে আগুন নিভিয়ে ফেলেন। ফলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। তবে দুর্ঘটনার পর থেকে পাম্পের একটি অংশে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।