নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৫ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গুলশানের অন কমিউনিটি ক্লাব থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অজয় করের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকেও গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা অজয় কর খোকন একসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে