নিষিদ্ধ আ. লীগের কয়েকজন নেতাকর্মী গ্রেফতার, ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৫ পিএম
নিষিদ্ধ আ. লীগের কয়েকজন নেতাকর্মী গ্রেফতার, ককটেল উদ্ধার

রাজধানীর তেজগাঁও ও ফার্মগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার চেষ্টা চালানোর সময় পুলিশ বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবং ককটেলসহ নাশকতার উপকরণ জব্দ করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ডিএমপি রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার পান্থপথ প্রবেশ মুখ, পানি ভবন ও তেজগাঁও এলাকায় বিভিন্ন টিম পাঠিয়ে ঝটিকা মিছিল প্রতিরোধ করছে।

পুলিশ জানায়, পান্থপথ সিগন্যাল ও পানি ভবনের পাশে কয়েকটি ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ককটেলও উদ্ধার করেছে। প্রাথমিক ধারণা, এগুলো নাশকতার উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ ঘটনায় অভিযুক্ত কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের মাধ্যমে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছিল। ডিএমপির টিমগুলো সতর্কভাবে প্রতিরোধ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

ডিএমপি জানায়, উদ্ধার করা ককটেল ও বোমাসদৃশ বস্তু পরবর্তী তদন্তের জন্য নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়েছে। পুলিশি তৎপরতার ফলে রাজধানীর পান্থপথ, ফার্মগেট ও তেজগাঁও এলাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে