বাঘায় পলাতম ৪ আসামি গ্রেফতার

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৩ পিএম
বাঘায় পলাতম ৪ আসামি গ্রেফতার

রাজশাহীর বাঘায় পলাতম ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাঘা থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার মৃত কলিম উদ্দিনের ছেলে নুর ইসলাম (৪০), মৃত মফেজ উদ্দিনের ছেলে আবদুর রহমান (৬২), ছোমুদ্দিন সরদারের ছেলে সোহান সরদার (২০), রফিকুল ইসলামের ছেলে কবির হোসেন (৩৮)। 

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, তারা বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। পুলিশকে ফাকি দিয়ে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বিধিমোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে