সৈয়দপুরে কলেজ সভাপতির অনিয়মের বিরুদ্ধে মাঠে নেমেছে শিক্ষকরা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৯ পিএম | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৯ পিএম
সৈয়দপুরে কলেজ সভাপতির অনিয়মের বিরুদ্ধে মাঠে নেমেছে শিক্ষকরা

নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে আছেন সাবেক অধ্যক্ষ মোঃ শফিয়ার রহমান। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে এবার মাঠে নেমেছে প্রতিষ্ঠানটির শিক্ষকরা।

তাদের দাবি হল নিয়মনীতিকে তোয়াক্কা না করে পরিচালনা পর্ষদের সভাপতি প্রতিমাসে ৭০ হাজার টাকা বেতন ভাতা নিয়ে থাকেন। সভাপতি পদ হলেও তিনি নিজেকে চেয়ারম্যান হিসাবে উপস্থাপন করে থাকেন। মঙ্গলবার সভাপতির বিরুদ্ধে নীলফামারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন শিক্ষকরা।

 এ অবস্থায় সভাপতি শিক্ষকদের সাথে মিটিং  করে মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু পরেরদিন সেই ঘোষনা থেকে সরে এসে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের মাত্র একজন সদস্যকে সাথে নিয়ে পছন্দের কয়েকজন সাংবাদিককে ডেকে নিয়ে প্রেস ব্রিফিং করেন তিনি। ব্রিফিংয়ে নিজের বেতন নেওয়াসহ শিক্ষকদের অভিযোগের ব্যাপারে কিছু না বলে শুধু শিক্ষকদের সুবিধা বৃদ্ধি করা হয়েছে এবং এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন্য শিক্ষকদের ওপর দোষ চাপিয়ে বক্তব্য দেন তিনি।

সূত্র জানায়,শিক্ষা মন্ত্রণালয়ের প্রবিধানমালা অনুযায়ী সভাপতি ও কমিটির সদস্যরা নিয়োগ পরিক্ষার সম্মানী ছাড়া অন্য কোনো পারিশ্রমিক নিতে পারবেন না। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি ও কমিটির সদস্যরা যাতে নিজেদের ইচ্ছেমতো অর্থ লোপাট করতে না পারেন, সেজন্য ২০২৪ সালের প্রবিধানমালায় এ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নিয়মটি সভাপতি এবং কমিটির অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হলেও নিয়ম মানছেন না সভাপতি।

লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক ফোরামের সহ-সভাপতি কাজী আসাদুজ্জান বলেন,শিক্ষা মন্ত্রণালয়ের বিধি না মেনে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বেতন হিসেবে ৫৫ হাজার টাকা। পরিচালনা ও নিয়ন্ত্রণ বাবদ ১৫ হাজার টাকা। প্রতিমাসে মোট ৭০ হাজার টাকা বিদ্যালয় থেকে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে গ্ৰহণ করেন।

বেতন নেওয়া ছাড়াও জেলা প্রশাসককে দেওয়া সভাপতির বিরুদ্ধে ওই অভিযোগপত্রে নিয়োগ বাণিজ্য,শিক্ষকদের এমপিওভুক্তির খরচের নামে অর্থ আদায়,প্রতিষ্ঠানের আয় লায়ন্স ক্লাবে ব্যবহার,প্রতিষ্ঠানের গাড়ী ব্যক্তিগতকাজে ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের বিষয়ও তুলে ধরা হয়েছে। এর পুর্বে সোমবার সভাপতির বিরুদ্ধে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন শিক্ষকরা। 

সভাপতির বেতন গ্রহণ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান তা এড়িয়ে যান।

এ বিষয়ে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শফিয়ার রহমান বলেন,শিক্ষকরা পুরো সুবিধা নিচ্ছে। কিন্তু পরিক্ষায় ফলাফল কেন খারাপ হচ্ছে। ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে তারা এখন বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছে।

এদিকে ২৪ সেপ্টেম্বর বেতন কমানোর দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। এ সময় চরম দুর্ভোগে পড়েন পথচারীরা।