সাতক্ষীরার কালিগঞ্জে ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিকেল সাড়ে ৩টায়
উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ১-০ গোলের ব্যবধানে নলতা মাধ্যমিক বিদ্যালয়কে এবং বিকেল সাড়ে ৪টায় দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, সদস্য মোস্তাহিদুর রহমান লিটন, সৈয়দ মোমেনুর রহমান, উপজেলা রেফারী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানূর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন আব্দুর রাশেদ ও তাপস সরকার এবং সহকারী হিসেবে ছিলেন সাকিব, মিজানুর রহমান ও শহিদুল ইসলাম।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ও দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।