শাপলা প্রতীক বরাদ্দে অনড় এনসিপি, আবারও আবেদন ইসিতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৫ পিএম
শাপলা প্রতীক বরাদ্দে অনড় এনসিপি, আবারও আবেদন ইসিতে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের প্রক্রিয়ায় থাকলেও দলটির প্রধান জোর এখন নির্বাচনী প্রতীক নিয়ে। নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট জানিয়েছিল—প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে হবে। কিন্তু দলটি সেই অবস্থান মেনে না নিয়ে আবারও শাপলা প্রতীকের দাবিতে নতুন আবেদন জমা দিয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের স্বাক্ষরিত একটি আবেদনপত্র ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে পাঠানো হয়। একই সঙ্গে ইমেইলের মাধ্যমেও দলটির পক্ষ থেকে আবেদন পাঠানো হয়। আবেদনপত্রে বলা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানানো হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, “আমরা লিখিতভাবে জানিয়েছি—শাপলা প্রতীক বাদ দেওয়া বৈষম্যমূলক। নির্বাচন কমিশন চাইলে শাপলার ভিন্ন ভিন্ন রূপ বা প্রতীক ভার্সন নিয়েও আলোচনা করা সম্ভব। কিন্তু শাপলা প্রতীক না দেওয়ার যুক্তি আইনি দিক থেকেও দুর্বল।”

এর আগে ২২ জুন এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে এবং শাপলাকে প্রতীক হিসেবে সংরক্ষণের অনুরোধ জানায়। পরে জুলাই মাসে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে সারাদেশের মানুষকে শাপলা সংগ্রহ করে অংশ নিতে দেখা যায়। দলটির দাবি, এই কর্মসূচির মাধ্যমে জনগণ তাদের প্রতীক হিসেবে শাপলাকে চিনতে শুরু করেছে।

কিন্তু গত ৯ জুলাই নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়—শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা যাবে না। পরবর্তীতে ১৩ জুলাই এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে। সেখানে তারা যুক্তি দেন, শাপলা জাতীয় প্রতীক নয়, ফলে এটি নির্বাচন প্রতীক হিসেবে ব্যবহার করা যেতে পারে। কমিশনের সিদ্ধান্তকে তারা বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী বলে অভিহিত করেন।

আইন মন্ত্রণালয় ইতোমধ্যে ভেটিং শেষে সংশোধিত প্রতীক তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে। এখন তা গেজেট আকারে প্রকাশের অপেক্ষায়। নির্বাচন কমিশন বলছে, তালিকায় শাপলা নেই, ফলে এনসিপিকে নিবন্ধন পেলে ১১৫ নির্ধারিত প্রতীকের মধ্য থেকে একটি নিতে হবে।

তবে এনসিপির নেতারা দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন, শাপলার দাবি তারা ছাড়বেন না। দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, “কোনো আইনগত বাধা নেই। তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে। না হলে কে কীভাবে ক্ষমতায় যায়, সেটা আমরাও দেখে নেব।”

আপনার জেলার সংবাদ পড়তে