বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত।
পোস্টে ফখরুল ইসলাম লিখেন, “বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস।”
তিনি আরও যোগ করে বলেন, “হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না। এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব।”
একই সঙ্গে দলের কয়েকটি প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। সেগুলোর মধ্যে রয়েছে সংবিধান সংস্কার, ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত ফলাফল, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়া, দুই মেয়াদের বেশি ক্ষমতায় না থাকা, সংসদ সদস্যদের কার্যকর ভোট ও মতামতের অধিকার ফিরিয়ে দেয়া এবং কাগুজে ব্যালটের মাধ্যমে নিরাপদ ও সৎ নির্বাচন নিশ্চিত করা।
উল্লেখ্য, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।