বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার সকালে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার সংলগ্ন রাস্তা থেকে র্যালিপূর্ব এক বক্তব্যে বললেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীগ্রই দেশে ফিরবেন। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন তিনি।”
বিএনপির মনোনয়ন প্রসঙ্গে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “জনগণের কাছে যারা সমাদৃত ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকবেন তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন।”
‘গত ১৮ মাস আগে থেকে নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। দেশব্যাপী নেতাকর্মীরা ব্যস্ত আছেন। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি’-যোগ করেন তিনি।
ডা. জাহিদ আরও যোগ করেন বলেন, “নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি।”
প্রসঙ্গত, ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে সেখানেই আছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে ফিরতে পারেননি তিনি। এ সময় বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে তাকে। শেখ হাসিনার পতনের পর তার দেশে আসার পথ খুললেও এখনো আসেননি তিনি। লন্ডন থেকেই দলের কাজ পরিচালনা করছেন।