বালিয়াকান্দিতে আসছেন মুফতি আমির হামজা

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) :
| আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম
বালিয়াকান্দিতে আসছেন মুফতি আমির হামজা

তাফসিরুল কোরআন মাহফিল এবং ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ও কেরাত মাহফিলে যোগ দিতে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। এরই মধ্যে মুফতি আমির হামজার মাহফিলের সকল আয়োজন সম্পন্ন করেছেন তাফসিরুল কোরআন মাহফিল এবং ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ও কেরাত মাহফিলের আয়োজক সংস্থা বালিয়াকান্দি ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ সংঘ।

সব কিছু ঠিকঠাক থাকলে আজ বাদ জোহর শেষে প্রধান মোফাচ্ছির হিসেবে তিনি আলোচনা করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ সংঘের সভাপতি খোন্দকার মনির আজম মুন্নু। 

বালিয়াকান্দি ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ সংঘের সভাপতি খোন্দকার মনির আজম মুন্নুর সভাপতিতে বালিয়াকান্দি স্টেডিয়ামে (কুঠির মাঠ) অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বালিয়াকান্দি উপজেলা জামায়াত ইসলামির আমির হযরত মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার। মাহফিলটি পরিচালনা করবেন বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি মো: ওসমান গণি মানিক।

মাহফিলের দ্বিতীয় পর্বে থাকবে মনোঙ্গ ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা ও কেরাত মাহফিল। বাদ মাগরিব এই অনুষ্ঠান শুরু হবে। এতে দেশের খ্যাতিমান শিল্পীবৃন্দ উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বজয়ী ক্বারি আবুজর গিফারি, ওবায়দুল্লাহ তারেকসহ রাজবাড়ীর চেতনা শিল্পী গোষ্ঠি উপস্থিত থাকবে।

ইসলামিক সাংস্কৃতিক এই অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে থাকছেন বালিয়াকান্দি মীরবাড়ী চেরীবাগ জামে মসজিদ ও দাওয়াহ সেন্টার এর সভাপতি মীর শাহিনুর রফিক শাওন।

আপনার জেলার সংবাদ পড়তে