দুর্গোৎসব উপলক্ষে অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি ও টাকা বিতরণ

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৮ পিএম
দুর্গোৎসব উপলক্ষে অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি ও টাকা বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাটা ক্রপ কেয়ার কোম্পানির পক্ষ থেকে রবিবার সকালে গরীব অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়। টাটা ক্রপ কেয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেশবচন্দ্র সাধু নিজ বাড়ি তৈলকুপি সাধুকা বাড়ি অসহায় মানুষের মাঝে এসকল সামগ্রী নগদ অর্থ বিতরণ করেন। এ সময়  তিনি ৫ শতাধিক  মানুষের মাঝে শাড়িও নগদ টাকা বিতরণ করা হয়। এ ব্যাপারে কেশব চন্দ্র সাধু বলেন শুধু দুর্গাপুজায় নয়, মুসলমানদের ঈদেও গরীব অসহায় মানুষের মাঝে তিনি কাপড় ও নগদ অর্থ বিতরণ করে থাকেন। তিনি বলেন, আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ দিকে শারদীয় দুর্গাপূজা উপল‌ক্ষে আজ ষষ্ঠী তিথী‌তে সকাল ৮টা থে‌কে পাটকেলঘাটার পারকুমিরা  মজুমদার বা‌ড়ি‌ মজুমদার প‌রিবা‌রের পক্ষ থে‌কে শিল্পপতি   চিত্ত মজুমদার ১১০০ জন গরীব, প্রতিবন্ধী ও বিধবা‌দের মা‌ঝে শাড়ী লুঙ্গি  ও নগদ টাকা বিতরণ করেন। 


আপনার জেলার সংবাদ পড়তে