মোল্লাহাটে কিশোর-কিশোরী স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি বিষয়ক কর্মশালা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম
মোল্লাহাটে কিশোর-কিশোরী স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি বিষয়ক কর্মশালা

বাগেরহাটের মোল্লাহাটে কিশোর-কিশোরী স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটি বিষয়ক উপজেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ইউনিসেফ বাংলাদেশ।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান, উপপুলিশ পরিদর্শক মুন্সী মনজির রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার এবং সমবায় কর্মকর্তা এবিএম মোরশেকসহ সংশ্লিষ্টরা।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। তারা কিশোরদের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা, বাল্যবিয়ে প্রতিরোধ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনদক্ষতা উন্নয়নে সরকার ও উন্নয়ন সহযোগীদের উদ্যোগকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা কিশোর-কিশোরী বান্ধব স্বাস্থ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে